ইয়েমেনের উপকূলে জাহাজে বিস্ফোরণ

প্রকাশ : ২২ জুন ২০২৪, ১৬:৫৩

বাসস থেকে সংগৃহীত
বাসস থেকে সংগৃহীত ছবি

ইয়েমেনের বন্দর শহর এডেনের পূর্বে শুক্রবার একটি জাহাজের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও এ কথা জানিয়েছে।

জাহাজটি শনাক্ত না করে সংস্থাটি বলেছে, জাহাজটি তার যাত্রা চালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং ‘ক্রুরা নিরাপদ বলে জানা গেছে’।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে চলেছে।

বিদ্রোহীদের হামলার জবাবে মার্কিন এবং ব্রিটিশ বাহিনীর প্রতিশোধমূলক হামলা এবং এডেন উপসাগর ও লোহিত সাগরের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ শিপিং লেন রক্ষার জন্য একটি আন্তর্জাতিক জোট গঠনের প্ররোচনা দিয়েছে।
মার্কিন সেনাবাহিনী বৃহস্পতিবার বলেছে, তারা ইয়েমেনের কাছে লোহিত সাগরে চারটি হুথি নটিক্যাল ড্রোন এবং দু’টি বিমান ধ্বংস করেছে।

ওয়াশিংটন এই মাসের শুরুতে আটক মানবিক কর্মীদের মুক্তি দেয়ার জন্য হুথিদের প্রতি আহ্বান জানিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত