দেশে টানা চারদিন করোনায় মৃত্যু নেই

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২২, ১৮:২৪

সাহস ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে করো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা চারদিন মৃত্যুহীন কাটালো দেশ। এর ফলে দেশে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ জনই থাকল।

একই সময়ে নতুন করে আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৫৬ জন। এর ফলে শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৭৭০ জন।

রবিবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৯৬ জন। এ নিয়ে দেশে আজ পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৩ হাজার ৫১০ জন। এতে প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৬ দশমিক ৫০।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ হাজার ৯৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ৮৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১০ শতাংশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত