ওয়ানডের ভবিষ্যাৎ পরিকল্পনা জানাল আইসিসি

প্রকাশ : ২৭ জুলাই ২০২২, ২১:৫৫

সাহস ডেস্ক

ঠাসা সূচির কারণে ওয়ানডে ক্রিকেট ছেড়ে দিয়েছেন ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো বেন স্টোকস। এরপর আগামী জানুয়ারিতে টি-টোয়েন্টি লিগের জন্য দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সুপার লিগের পয়েন্ট ছেড়ে দেওয়ায় ওয়ানডের ভবিষ্যাৎ নিয়ে ওঠে নানা আলোচনা। পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামতো ওয়ানডে ক্রিকেট বাদ দেওয়ার পক্ষে। ওসমান খাজা, রবিচন্দ্র আশ্বিনরাও ওয়ানডের ভবিষ্যাৎ নিয়ে প্রশ্ন তুলেছেন। দ্বি-পাক্ষিক সিরিজ কমিয়ে দেয়া, ওভার কমিয়ে দেয়া নিয়ে নানান আলোচনা করেছেন রবি শাস্ত্রী, শহীদ আফ্রিদিদের মতো সাবেকরা। তবে সবার সঙ্কা দূর করে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যাৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। সংস্থাটির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস জানালেন, আগামী ২০২৩-২০২৭ ভবিষ্যৎ সফরসূচি পরিকল্পনায় (এফটিপি) বেশ উল্লেখযোগ্য সংখ্যক ওয়ানডে থাকবে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিসির প্রধান নির্বাহী জানিয়েছেন, বার্হিংহামে আইসিসি সভায় এসব বিষয় আলোচনা হয়েছে। তবে এফটিপিতে সবার মতামতের ভিত্তিতেই আগের মতোই উল্লেখযোগ্য সংখ্যক ওয়ানডে, ‘এসব বিষয়ে কিছু আলোচনা হয়েছে, নির্দিষ্ট করে ওয়ানডে নিয়ে নয় কিন্তু ক্যালেন্ডার জুড়ে থাকা মিশ্র সংস্করণ নিয়ে। দেশগুলো তাদের এফটিপিতে উল্লেখযোগ্য সংখ্যক ওয়ানডে পাচ্ছে। কাজেই আমার মনে হয় এফটিপিতে ওয়ানডে নিয়ে তেমন কোন বদল আসছে না। আগের পরিকল্পনা অনুযায়ী সব চলছে।’

প্রায় সবগুলো ক্রিকেট বোর্ডই এখন আন্তর্জাতিক সূচির ফাঁকা সময়টায় আয়োজন করতে চায় ফ্র্যাঞ্চাইজি লিগ। একের পর এক সিরিজ আর এসব ঘরোয়া লিগের সমন্বয় অবশ্য নিজেদেরই সামলাতে বলছে আইসিসি, ‘প্রত্যেকে তাদের ঘরোয়া প্রতিযোগিতার সঙ্গে আন্তর্জাতিক সূচিতে সমন্বয় করে চলবে।’ সংস্থাটি যোগ করল, ‘প্রত্যেক বোর্ড কিছুটা ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আছে। কাজেই একটা রূপরেখা সবার জন্য ভারসাম্য আনবে না।’ চলতি বছর আছে একটি টি-টোয়ন্টি বিশ্বকাপ, সামনের বছর ওয়ানডে বিশ্বকাপ। এরপরের বছর আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৫ সালে আছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, দ্বি-পাক্ষিক সিরিজের ব্যস্ততা তো আছেই। বিরামহীন খেলার কথা স্বীকার করলেও বিষয়টি এখনো প্রবল আলোচ্য বিষয় কিনা তা তারা নির্ধারণ করতে পারেননি, ‘ক্যালেন্ডারে প্রচুর চাপ আছে। কিন্তু আমি নিশ্চিত নই এটা খুব উদ্বেগের বিষয় হবে কিনা।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত