শীর্ষে ভারত, বাংলাদেশের অবনতি

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৭

সাহস ডেস্ক

টি-টোয়েন্টি ক্রিকেটের র‌্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। প্রকাশিত এ র‌্যাংকিংয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছে ভারত আর অবনতি হয়েছে বাংলাদেশের।

সোমবার (২১ ফেব্রুয়ারি)  টি-টোয়েন্টির র‌্যাংকিং প্রকাশ করে আইসিসি।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলতে হলে র‌্যাংকিংয়ের শীর্ষ আট নম্বরে থাকতে হবে, সেটি আগেই অর্জন করেছে বাংলাদেশ। এটা অবশ্যই সমর্থকদের জন্য স্বস্তির কথা। এরপর থেকেই ধীরে ধীরে পেছনের দিকে নামতে শুরু করেছে মাহমুদউল্লাহর দল।

আগের র‌্যাঙ্কিংয়ে আটের পর বাংলাদেশ নেমে গিয়েছিল নয়ে। এবার তো চলে গেল দশ নম্বরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জিতে বাংলাদেশকে পেছনে ফেলেছে শ্রীলঙ্কা। ২৩১ সমান রেটিং পয়েন্ট নিয়ে নয়ে উঠে গেছে শ্রীলঙ্কা এবং দশে নেমে গেছে বাংলাদেশ।

এদিকে সদ্য সমাপ্ত ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে ২৬৯ র‌্যাটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে ভারত, আর দুইয়ে নেমে গেছে শীর্ষে থাকা ইংল্যান্ড।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত