করোনায় ৯ জনের মৃত্যু, শনাক্ত ৪.১ শতাংশ

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১২

সাহস ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩ জনে।

একই সময়ে নতুন করে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আরও ৮৬৪ জন। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ০১ শতাংশ। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জনে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৬ হাজার ২৬৪ জন। এখন পর্যন্ত দেশে করোনা থেকে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬ হাজার ৬৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২১ হাজার ৫০৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৫৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ০১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ৯ জনের ৬ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৫ জন, রাজশাহী বিভাগের ৩ জন এবং খুলনা বিভাগের ১ জন রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত