করমজলের ৩১টি হরিণ অবমুক্ত করার সুপারিশ

প্রকাশ : ১৯ মে ২০১৭, ১১:৪৪

সাহস ডেস্ক

কয়েকদিনের প্রচণ্ড গরমে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ৪১টি হরিণ অসুস্থ হয়ে পড়েছে। হরিণগুলি শারিরিক অবস্থা অবনতি হওয়ায় সুন্দরবনে অবমুক্ত করার সুপারিশ করা হয়েছে। করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবীর বনবিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই সুপারিশ করেন।

বৃহস্পতিবার (১৮মে)  রাতে হাওলাদার আজাদ কবীর বলেন, ‘ গরমে এসব হরিণের ঝিমুনী এসে গেছে। এছাড়া খাদ্যাভাব ও জায়গার অভাবে দৌড়ঁঝাপ করতে না পেরে হরিণগুলো রোগা হয়ে যাচ্ছে। এ অবস্থায় ১০টি রেখে বাকি ৩১টি হরিণ সুন্দরবনে অবমুক্ত করার জন্য সুপারিশ করা হয়েছে। অনুমতি মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

করমজল প্রজনন কেন্দ্রে হরিণবাগেরহাট সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, ‘গরমে হরিণগুলোর শারিরিকভাবে সামান্য সমস্যা হয়েছে। বিষয়টি বন বিভাগের পক্ষ থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের অধীনে করমজল প্রজনন কেন্দ্রটি নদী পথে মংলা থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত। বিলুপ্তপ্রায় প্রজাতির নোনা পানির কুমিরের প্রজনন বৃদ্ধি এবং তা সংরক্ষণে ২০০২ সালে পূর্ব সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রে বন বিভাগের উদ্যোগে এ প্রজনন কেন্দ্রটি গড়ে তোলা হয়। বর্তমানে করমজলে ২১১টি ছোটবড় কুমিরসহ ৪১টি বিভিন্ন বয়সী হরিণ রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত