শ্রীবরদীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৭, ১৯:০৫

শাকিল মুরাদ

দেশের উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পূর্ণবাসনের লক্ষ্যে রবি মৌসুমের গম, ভূট্টা, সরিষা, চিনাবাদাম, খেসারি বোরো ধান চাষের জন্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিসের মাঠ প্রাঙ্গনে এ অনুদান বিতরণ করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমূল হাসান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রকৌশলী একেএম ফজলুল হক চান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক আশরাফ উদ্দীন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, জেলা পরিষদের সদস্য আবু জাফর, জেলা পরিষদের সদস্য আল আমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম প্রমুখ।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত