৩৮ টাকায় চাল কিনবে সরকার

প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৮, ১৬:৩০

সাহস ডেস্ক

কৃষকদের কাছ থেকে কেজি প্রতি ৩৮ টাকা দরে বোরো চাল ও ২৬ টাকা কেজি দরে বোরো ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর আতপ চাল সংগ্রহ করা হবে ৩৭ টাকা কেজি দরে। তবে উৎপাদন কম হওয়ায় এবার গম সংগ্রহ করা হবে না।

আজ রবিবার (৮ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সংবাদ এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী বলেন, এবার ৮ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে সরকার। এছাড়া দেড় লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

তিনি জানান, আগামী ২ মে থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে। শেষ হবে আগামী ৩১ আগস্ট। বর্তমানে ১২ লাখ ৯৭ হাজার ৮৪৭ মেট্রিক টন খাদ্যশষ্য মজুদ রয়েছে। সরকারি গুদামে গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ মজুদ রয়েছে।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত