লালমনিরহাটে রংপুর বেতারের আয়োজনে ‘ডিজিটাল বাংলাদেশ’ অনুষ্ঠিত

প্রকাশ : ২১ এপ্রিল ২০১৭, ১২:৫৩

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে রংপুর বেতারের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ব্রান্ডিং এর প্রচারণামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান ডিজিটাল বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে জেলার আদিতমারী উপজেলার সারপুকুর হরিদাস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারাণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান।

রংপুর বেতারের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেতার শিল্পী আজিজুল হক, সাপ্টিবাড়ী ইউপি চেয়ারম্যান রফিকুল আলম, সারপুকুর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রধান প্রমুখ।

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ হিসেবে নানা ব্রান্ডিং এর সফলতার কথা বলেন, মাদক, জুয়া, যৌতুকসহ সামাজিক অপরাধ প্রতিরোধে সংগীতের বিকল্প নেই। বাংলাদেশ এগিয়ে যাওয়ার পাশাপাশি দেশের সংগীত অঙ্গনও অনেক এগিয়ে গেছে বলে দাবি করেন তারা।

অনুষ্ঠানে জনপ্রিয় টেলিভিশন ও বেতার শিল্পীরা মন মাতানো সংগীত পরিবেশনের মাধ্যমে দর্শকদের মাতান। পরে বাল্য বিয়ে প্রতিরোধে হরিদাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতনতামূলক নাটিকা ‘সাবধান’ পরিবেশন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত