ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ও এক্সপ্রেস মানি সার্ভিসের মধ্যে চুক্তি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৭, ১৭:০৫

সাহস ডেস্ক

প্রবাসীদের অর্থ অতি সহজে এবং দ্রুততম সময়ে প্রেরণের জন্য  সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও এক্সপ্রেস মানি সার্ভিসেস লিমিটেড-এর মধ্যে রেমিটেন্স ড্রয়িং এ্যারেঞ্জমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই-এ অবস্থিত এক্সপ্রেস মানি সার্ভিসের প্রধান কার্যালয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী ও এক্সপ্রেস মানি সার্ভিসেস প্রধান পরিচালন কর্মকর্তা সুদেশ গিরিয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ২৩ জানুয়ারি (সোমবার)এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এখন থেকে প্রবাসীরা এক্সপ্রেস মানি সার্ভিসের মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মাধ্যমে গ্রাহকের কাছে অতি সহজেই রেমিটেন্স পাঠাতে পারবেন যা নগদ উত্তোলন এবং ব্যাংক হিসাবে সরাসরি জমাদান উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত