নগ্ন হয়ে শেক্সপিয়রের নাটক উপস্থাপন

প্রকাশ : ২২ মে ২০১৬, ১৫:২৫

সাহস ডেস্ক
ছবি- দ্য টেমপেস্ট নাটকের একটি দৃশ্য

বিশ্বখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। প্রায় ৪০০ বছর ধরে তার নাটক বিনোদন দিয়ে আসছে নাট্যপ্রেমীদের। এখনো পৃথিবীর নানা প্রান্তে তার নাটক মঞ্চস্থ হয় নিয়মিত। তার নাটক নিয়ে এখনো নাট্যজনদের সমান উন্মাদনা! সেই উন্মাদনা থেকেই সম্ভবত পরিবেশনায় ভিন্নতা আনতে চেয়েছিলেন তারা। এবং সেটি করেও দেখালেন একদল নারী নাট্যকর্মী।

শেক্সপিয়রের ‘দ্য টেমপেস্ট’ মঞ্চস্থ হলো সম্প্রতি নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের সবচেয়ে উঁচু স্থান সামিট পয়েন্টে। এটি জনপ্রিয় একটি প্রাকৃতিক মঞ্চ। এর ঢাল এই নাটকে দ্বীপ হিসেবে ব্যবহার করা হয়েছে।

তবে একটু ভিন্ন আঙ্গিকে সেন্ট্রাল পার্কে সম্পূর্ণ নগ্ন হয়ে ১১ জন অভিনেত্রী অভিনয় করলেন শেক্সপিয়রের এ নাটকে।

শরীর সম্পর্কে সবরকমের সংস্কার থেকে বেরোনোর ডাক ছিল এই কাজে। এই ভাবনার সঙ্গে শেক্সপিয়রের যোগসূত্র স্থাপনের অভিনব প্রয়াস দেখা গিয়েছে এই নাটকের অভিনয়ে। খোলা আকাশের নীচে অভিনয় হয়েছে এ নাটকের। মোট ১১ জন অভিনেত্রী নগ্ন হয়ে অভিনয় করেছেন।

কিন্তু কেন শেক্সপিয়রের নাটকের অভিনয়ে নগ্নতা বেছে নেওয়া হল? পরিচালক অ্যালিস মোতোলা ও পিত্র স্ট্রেট জানিয়েছেন, শরীর ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠাই এই কাজের একমাত্র উদ্দেশ্য। আর নগ্ন হয়ে এমন প্রকাশ্যে অভিনয় করতে পেশাদার অভিনেত্রীদেরও কোনও অসুবিধা হয়নি। তাই তাঁদের উদ্দেশ্য সফল।

এছাড়া নাটকটি পরিবেশন শেষে প্রযোজক চার্লস আর্দাই বলেন, ‘আমি ভাবলাম আমরা শেক্সপিয়রের দ্য টেমপেস্ট মঞ্চস্থ করি এবং তা নগ্ন হয়ে। এ বিষয়ে দর্শকদের সাড়াও ভালো ছিল। তারা প্রথম দিকে বিব্রতবোধ করলেও পরবর্তীতে সব ঠিক হয়ে যায় এবং তারা শুধু মানুষ হিসেবেই অভিনয় শিল্পীদের দেখতে পাচ্ছিলেন।’

কিন্তু শেক্সপিয়রের নাটক কেন তারা এ জন্য বেছে নিলেন? জবাবে সহ-প্রযোজক অ্যালিস মতোলা বলেন, ‘এ জন্য যে, আপনি এ নাটকের চিত্রনাট্য নিয়ে কখনওই কথা বলতে পারবেন না।’

তার মতে, এ নাটকের প্রত্যেকটি চরিত্র তাদের পরিচয় বাঁচাতে এবং স্বাধীনতার জন্য লড়াই করে। মতোলা বলেন, ‘এটি সংকীর্ণতা বনাম স্বাধীনতার কথা বলছে, আপনি বর্তমানে কী এবং আপনি প্রকৃতপক্ষে কী এটিই এ নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা নগ্নতাকে ব্যবহার করেছি কিন্তু আমাদের উদ্দেশ্য শুধু নগ্নতা ছিল না। আমাদের গল্প নিয়েও কাজ করতে হয়েছে। তা না হলে শরীরের স্বাধীনতার বিষয়টি ফুটে উঠত না।’

এদিকে এমন অভিনব কিছু করতে পেরে অভিনেত্রীরাও ভীষণ খুশি। তারা জানান, পরিচালক যা চেয়েছেন আমারা  সফলতার সঙ্গে তা করতে পেরেছি। এর থেকে বড় পাওয়া আমাদের কিছু নেই।

শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাটকটি মঞ্চস্থ হয়েছে। প্রযোজনা করেছে আউটডোর কো-এড টপলেস পাল্প ফিকশন অ্যাপ্রেসিয়েশন সোসাইটি। তবে সংক্ষেপে ‘টপলেস বুক ক্লাব’ নামেই তারা পরিচিত। মোট দুটি পরিবেশনা করবেন তারা। এটি ছিল তাদের প্রথম পরিবেশনা।

তবে নগ্ন হয়ে নাটক এ পার্কে নতুন নয়। জানা গেছে, এর আগে হেয়ার এবং হেনরি ফাইভ নাটকের কুশীলবদের পার্কে নগ্ন দেখা গিয়েছিল। নিউ নিয়র্কের পার্কে নগ্নতার অনুমতি রয়েছে যদি তা বিনোদনের জন্য হয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত