আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা কনসার্ট’

প্রকাশ : ০৭ মার্চ ২০১৭, ১৩:১৩

সাহস ডেস্ক

৭ মার্চ উপলক্ষ্যে এবারও রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা কনসার্ট’ অনুষ্ঠিত হচ্ছে। সেন্টার ফর রিসার্চের (সিআরআই) অঙ্গপ্রতিষ্ঠান দেশের সবচেয়ে বড় ইয়ুথ প্ল্যাটফর্ম ‘ইয়ং বাংলা’র আয়োজনে ৭ মার্চ (মঙ্গলবার) বিকেলে ৬০ হাজারেরও বেশি তরুণ-তরুণী জয় বাংলা কনসার্টে মাতবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে গত দুই বছর ধরে এই কনসার্টের আয়োজন করা হচ্ছে। কনসার্টের টিকিট এবারও অনলাইনে ফ্রি পাওয়া যাবে। এ ছাড়া অনলাইনে সরাসরি কনসার্ট দেখার সুযোগ থাকবে।

এবারের কনসার্ট মাতাতে মঞ্চে থাকছে দেশের জনপ্রিয় ব্যান্ড- ওয়ারফেজ, চিরকুট, আর্বোভাইরাস, লালন, ক্রিপটিক ফেট, নেমেসিস, শিরোনামহীন ও শূন্য।

কনসার্টের পাশাপাশি দেশের তরুণ সমাজকে সংগঠিত করতে আরও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে ইয়ং বাংলা। এর মধ্যে একটি হলো ‘জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। ২০১৫ সাল থেকে ইয়ং বাংলার সঙ্গে সম্পৃক্ত তরুণ-তরুণীদের দেশের প্রতি কাজের ভিত্তিতে এ পুরস্কার প্রদান করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত