চলে গেলেন রূপসজ্জাশিল্পী মোহাম্মদ ফারুক

প্রকাশ : ০২ অক্টোবর ২০১৬, ১৬:১৫

সাহস ডেস্ক

বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের গুণী রূপসজ্জাশিল্পী মোহাম্মদ ফারুক মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে যকৃতের দুরারোগ্য ব্যাধিতে ভুগতে ছিলেন।

রবিবার (২ অক্টোবর) দুপুরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। মোহাম্মদ ফারুকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে ফরহাদ রেজা।

১৯৬৫ সাল থেকে রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ শুরু করেন মোহাম্মদ ফারুক। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য নাটক ও চলচ্চিত্রের রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ করেছেন। চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদান রাখায় বেশ কিছু পুরস্কার অর্জন করেন এই রূপসজ্জাশিল্পী।

মোহাম্মদ ফারুকের ছেলে ফরহাদ রেজা বলেন, ‘সপ্তাহ দু-এক আগে যকৃতের সমস্যা নিয়ে বাবা হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আজ রবিবার দুপুরে আমাদের ছেড়ে যান যান। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে বাবাকে আমাদের মিরপুরের বাসায় নিয়ে যাওয়া হবে। এরপর তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে। বাবার জন্য দোয়া করতে সবার কাছে অনুরোধ করছি।’

চলচ্চিত্র ও টেলিভিশনের অনেক শিল্পী মোহাম্মাদ ফারুকের মৃত্যুতে শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত