২৯ জানুয়ারি: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৭, ১১:২১

সাহস ডেস্ক

২৯ জানুয়ারি, ২০১৭, রবিবার। ১৬ মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৯ তম (অধিবর্ষে ২৯ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৯৯৬ - ভেনিসের লা ফেনিস অপেরা হাউস আগুনে পুড়ে যায়।
২০১৫ - মালয়েশিয়া দাপ্তরিকভাবে মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট ৩৭০ নিখোঁজকে দুর্ঘটনা হিসাবে ঘোষণা করে এর সকল যাত্রী এবং ক্রুকে মৃত হিসাবে ঘোষণা করে।

জন্ম
১৮৪৩ - উইলিয়াম ম্যাকিন্‌লি, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম রাষ্ট্রপতি।
১৮৬০ - আন্তন পাভলোভিচ চেখভ, রুশ চিকিৎসক, ছোটগল্পকার এবং নাট্যকার।
১৯২৬ - আব্দুস সালাম, নোবেল পুরস্কার বিজয়ী একজন পাকিস্তানী তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী।
১৯৫৪ - ওপ্‌রাহ উইন্‌ফ্রে, মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব।
১৮৯০ - ড. সুশীল কুমার দে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক ছিলেন।
 
মৃত্যু
১৯৭৬ - অচিন্ত্যকুমার সেনগুপ্ত, একজন বাঙালি সাহিত্যিক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত