২ নভেম্বর: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ০২ নভেম্বর ২০১৭, ১২:২৬

সাহস ডেস্ক

২ নভেম্বর, ২০১৭, বৃহস্পতিবার। ১৭ কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩০৬ তম (অধিবর্ষে ৩০৭ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনাবলি
১৭৭২ - মর্নিং পোস্ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৮৮০ – জেমস গার্ফিল্ড যুক্তরাষ্ট্রের ২০তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৮৭৬ - কেশবচন্দ্র সেনের উদ্যোগে ‘ইন্ডিয়ান রিফর্মার অ্যাসোসিয়েশন’ বা ‘ভারত সংস্কার সভা’ স্থাপিত হয়।
১৮৮৯ - উত্তর ডাকোটা ও দক্ষিণ ডাকোটা যুক্তরাষ্ট্রের যথাক্রমে ৩৯ ও ৪০তম রাজ্য হিসেবে যুক্ত হয়।
১৯১৪ - রাশিয়া ওসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯১৬ - ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জেমস আর্থার বেলফোর ফিলিস্তিনে ইহুদিদের জন্য আবাসভূমি বা রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে ব্রিটেনের সম্মতির কথা ঘোষণা করেন।
১৯২০ - মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের প্রথম নিয়মিত বেতার সম্প্রচার শুরু হয়।
১৯৩০ - হাইলে সোলাসি ইথিওপিয়ার সম্রাট হন। 
১৯৬৩- সৌদি আরবের রাজা সাউদকে সরিয়ে তার সৎভাই ফয়সাল রাজা হন।
১৯৪৯-  ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে। এর আগে দেশটি সাড়ে তিনশ বছর ধরে হল্যান্ডের উপনিবেশ ছিল।

জন্ম
১৮৬৫ – ওয়ারেন জি হার্ডিং, যুক্তরাষ্ট্রের ২৯তম রাষ্ট্রপতি।
১৮৭৭ - ভিক্টর ট্রাম্পার, অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার।
১৯৬৫ – শাহরুখ খান, জনপ্রিয় ভারতীয় অভিনেতা।

মৃত্যু
১৮১৮ - স্যামুয়েল রোমিলি, বিখ্যাত ব্রিটিশ আইন সংস্কারক।

ছুটি ও অন্যান্য
বিশ্ব নিউমোনিয়া দিবস।
জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস। (২ থেকে ৪ নভেম্বর)

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত