২৭ সেপ্টেম্বর : ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১১:১৫

সাহস ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০১৬, মঙ্গলবার। ১২ আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬৯ তম (অধিবর্ষে ২৭০ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১২৯০- প্রবল ভূমিকম্পে চীনে এক লাখ লোকের মৃত্যু।
১৭৬০- মীর কাশিম মীর জাফরকে গদিচ্যুত করে বাংলার নবাব হন এবং বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম জেলা কোম্পানির হাতে তুলে দেন।
১৭৮১- হায়দার আলী ও ব্রিটিশ সেনাদের মধ্যে শলনগড় যুদ্ধ শুরু।
১৮২১- মেক্সিকো স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৮২২- জ্যা ফ্রাঁস শাপোলি ঘোষণা দেন যে তিনি রাশিদা পাথরের (প্রাচীন মিশরীয় লিপি খোদিত পাথর) পাঠোদ্ধার করেছেন।
১৮৩৪- চার্লস ডারউইন ভালপারাইসোতে ফিরে আসেন।
১৯৩৭- প্রথম সান্তাক্লজ প্রশিক্ষণের স্কুল চালু হয়।
১৯৪০- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বার্লিনে জার্মানি, জাপান ও ইতালি ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করে।
১৯৪০- ইংল্যান্ডে ৫৫ জার্মান প্লেন ভূপাতিত হয়।
১৯৪২- স্ট্যালিনগ্রাদে ব্যাপক গুলিবর্ষণ করে জার্মানি।
১৯৪৪- বামপন্থী রাজনীতিবিদ সিরাজ শিকদারের জন্ম।
১৯৪৯- বেইজিংকে আনুষ্ঠানিকভাবে চীনের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।
১৯৫৮- ভারতীয় সাঁতারু মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।
১৯৬১- সিয়েরা লিওন জাতিসংঘে যোগ দেয়।
১৯৬২- ইয়েমেন আরব প্রজাতন্ত্র (উত্তর ইয়েমেন বা ইয়েমেন-সা’না) প্রতিষ্ঠিত হয়। দেশটি ১৯৯০ সাল পর্যন্ত টিকে ছিল।
১৯৮০-এই দিন থেকে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে আসছে।

জন্ম
১৫৫৭- জাপানের সম্রাট গো-নারার মৃত্যু।
১৮৪৩- ফরাসি গণিতবিদ গ্যাস্টন টেরি।
১৯০৬- কথাসাহিত্যিক সতীনাথ ভাদুড়ি।
১৯০৭ - ব্রিটিশ বিরোধী সংগ্রামের প্রসিদ্ধ ভারতীয় বিপ্লবী শহীদ ভগত সিং।
১৯২৪ - মার্কিন পরিবেশবিদ, মহাকাশ গবেষক ও পদার্থবিদ ফ্রেড সিঙ্গা।
১৯৩২- ভারতীয় চলচ্চিত্রকার যশ চোপড়া।
১৯৭৬- ইতালীয় ফুটবলার ফান্সিস্কো টট্টি।
১৯৮১- নিউজিল্যান্ডের ক্রিকেটার ব্র্যান্ডন ম্যাককুলাম।

মৃত্যু
১৮৩৩ - রাজা রামমোহন রায়, প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা এবং বাঙালি দার্শনিক।
১৯৩৩ - কামিনী রায়, বাঙালি কবি।
১৯৭১ - নাজমুল হক, বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।

ছুটি ও অন্যান্য
বিশ্ব পর্যটন দিবস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত