আমার দেশের প্রেস খুলে দিতে আদালতে আবেদন

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১৯

সাহস ডেস্ক

দৈনিক আমার দেশ পত্রিকার প্রেস খুলে দিতে ও জব্দকৃত মালামাল ফেরত চেয়ে আদালতে আবেদন করেছেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।

১ ফেব্রুয়ারি (বুধবার) ঢাকার মহানগর হাকিম সরাফত জামান আনসারীর আদালতে আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদিন মেজবাহর মাধ্যমে তিনি এ আবেদন করেন। 

আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ জানান, তেজগাঁও থানার ২০(১২)১২ নম্বর মামলায় ১ ফেব্রুয়ারি (বুধবার) মাহমুদুর রহমান আদালতে হাজির হয়ে আমার দেশ পত্রিকার প্রেস খুলে দেওয়ার আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে শুনানি হয়েছে। সেটি আদেশের জন্য রাখা হয়েছে।

নথি থেকে জানা যায়, ২০১৩ সালের এপ্রিলে আমার দেশ পত্রিকার প্রেস সিলগালা করে অন্যান্য সরঞ্জাম জব্দ করে পুলিশ। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা করা হয়। জব্দকৃত সেই মালামাল ও প্রেস খুলে দেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়।

প্রসঙ্গত, এনিয়ে মাহমুদুর রহমান বেশ কয়েকটি মামলায় দীর্ঘদিন কারাগারে আটক ছিলেন। সম্প্রতি তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত