রাবণের ১০ টি মাথা কেন?

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৪:১৫

সাহস ডেস্ক

পৃথিবী জুড়ে রামের ভক্ত দেখা মিললেও, রাবণের ভক্ত দেখা মিলা ভার।  কিন্তু মাইকেলের লেখা পড়ে রাবনের চরিত্র  পছন্দ করেনি এমন একজনকেও পাওয়া যাবে না। রাবন নায়কই অথবা খলনায়ক যাই হোক না কেন তাঁর  ১০টা মাথার কথা সবাই জানেন।  কিন্তু জানেন কী রাবনের কেন ১০টা মাথা?

পুরাণ অনুযায়ী এর একটি ব্যাখ্যা নিচে দেওয়া হল। তবে, যেহেতু বিষয়টা পুরাণ। তাই, এর ব্যাখ্যাও পাওয়া যায় অনেক। তারমধ্যেই সব থেকে বেশি প্রচলিত ব্যাখ্যাটি বরং জেনে নিন।

পুরাণ অনুযায়ী রাবনের ১০টি মাথা আসলে মানুষের ১০টি খারাপ চারিত্রিক বৈশিষ্ঠ্যের প্রতীক। এক- অহংকার, দুই-মোহ,  তিন-অনুতাপ, চার-ক্রোধ, পাঁচ-ঘৃণা, ছয়-ভয়, সাত-হিংসা, আট-লোভ, নয়-কাম , সবশেষ এবং দশ হলো জড়তা। এই ১০টি চারিত্রিক বৈশিষ্ঠ্যের প্রতীক হিসেবেই রাবন দশানন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত