চার শতাধিক যাত্রী নিয়ে জেদ্দার পথে প্রথম হজ ফ্লাইট

প্রকাশ : ০৪ আগস্ট ২০১৬, ১১:১৭

সাহস ডেস্ক

চার শতাধিক যাত্রী নিয়ে এ বছরের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ৮টা ৫ মিনিটে এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট (বিজি ১০১১) সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর  ত্যাগ করে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রীদের বিদায় জানান।

এ সময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল জলিল, বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনার ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন করেন।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার মোট ১ হাজার ৬৭৬ জন হজযাত্রী ঢাকা ত্যাগ করবেন। সকালের ফ্লাইট ছাড়াও আরো তিনটি ফ্লাইটে এসব যাত্রী যাত্রা করবেন।

এ ছাড়া দুপুর ২টা ৩৫ মিনিটে ছেড়ে যাবে হজ ফ্লাইট বিজি-৩০১১। এরপর বিকেল ৫টায় বিজি-৫০১১ এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ১১টা ৫৯ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে।

চট্টগ্রাম ও সিলেট থেকেও এ বছর যথারীতি প্রয়োজনীয় সংখ্যক ফ্লাইট পরিচালনা করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত