‘শৌচাগার বানাতে না পারলে বউ বেচে দিন’

প্রকাশ : ২৪ জুলাই ২০১৭, ১৬:৩৭

সাহস ডেস্ক

ভারতের মোদি সরকারের ‘স্বচ্ছ ভারত’ বিষয়ে প্রচার চালাতে গিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচিত হলেন বিহারের আওরঙ্গবাদের জেলা ম্যাজিস্ট্রেট কানওয়াল তনুজ। 

প্রচারণা বক্তব্য ম্যাজিস্ট্রেট তনুজ বলেছেন, বাড়ি বাড়ি শৌচাগার বানাতে হবে। যদি অর্থ না থাকে, বউ বেচে দেওয়ার পরামর্শ দেন তিনি।

এনডিটিভি অনলাইন খবরে জানায়, আওরঙ্গবাদ জেলার এক গ্রামে গিয়ে সরকারি কর্মকর্তা গত ২২ জুলাই (শনিবার) এ মন্তব্য করেন। সেখানকার এক সভায় তিনি বলেন, একটি শৌচাগার বানাতে মাত্র ১২ হাজার রুপি লাগে। হাত তুলুন, আপনাদের কার কার বউয়ের মূল্য ১২ হাজার রুপির কম? যদি পারেন নিজের স্ত্রীর সম্ভ্রম রক্ষা করুন।

কানওয়াল তনুজের এই বক্তব্য শুনে গ্রামের এক বাসিন্দা হাত তুলে বলেন, বাড়িতে শৌচাগার বানানোর মতো অর্থ তার কাছে নেই। এই উত্তর শুনে তিনি বলেন, যদি আপনার কথা সত্যি হয়, তবে বাড়ি গিয়ে বউ বেচে দিন।

আর এরপর থেকে সরকারি এই কর্মকর্তার বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতারা নারী অবমাননার জন্য তার তীব্র সমালোচনা করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত