ভারতের ছত্তিসগড়ে মাওবাদীদের হামলায় ৭ জওয়ান নিহত

প্রকাশ : ২১ মে ২০১৮, ১২:১৭

সাহস ডেস্ক

ভারতের ছত্তিসগড়ে দন্তেওয়াড়ায় মাওবাদীদের হামলায় অন্তত ৭ জওয়ান নিহত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সফর শুরুর দিনেই এই হামলায় চিন্তিত প্রশাসন।

আজ রবিবার (২১ মে) সকালে ছত্তিশগড় রাজ্যের দান্তেওয়াড়া জেলার চোলনার গ্রামে এই ঘটনা ঘটে।

তবে মুখ্যমন্ত্রী রামন সিংহের মতে, মাওবাদী নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসা যেতেই পারে। মাওবাদী সমস্যা উন্নয়নের মাধ্যমে মেটানো সম্ভব।

সকালে ছত্তিশগড় পুলিশের সশস্ত্র বাহিনী এবং জেলা পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। এতে ঘটনাস্থলেই নিহত হন সশস্ত্র বাহিনীর তিন জওয়ান  এবং জেলা পুলিশের দুই জওয়ান। পরে হাসপাতালে মারা যান আরো এক জওয়ান। 

এই ঘটনায় ছত্তিশগড় মাওবাদী দমন শাখার ডিআইজি সুন্দর রাজ পি জানান, খুব শক্তিশালী আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। ঘটনার পর থেকে ওই এলাকাজুড়ে চিরুনি অভিযান চালানো হচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সাহস২৪.কম/রনি/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত