করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২ শতাংশের নিচে

প্রকাশ : ০৯ মার্চ ২০২২, ১৭:২৯

সাহস ডেস্ক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছে ৩২৩ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৯৭ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ৪৭১ জন।

একই সময়ে আক্রান্ত হয়ে মারা গেছে একজন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯৭ জন।

বুধবার (৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৮২৪ জন। এ নিয়ে দেশে আজ পর্যন্ত সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৭৭০ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৭৮টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ২২৫টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৬ হাজার ৩৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট এক কোটি ৩৫ লাখ ৮৩ হাজার ২৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি সিলেট বিভাগের বাসিন্দা। তিনি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত