ইউক্রেন ইস্যু: হাসায্যের জন্য আকুতি করছেন আফ্রিকান শিক্ষার্থীরা

প্রকাশ : ০২ মার্চ ২০২২, ২১:২৫

সাহস ডেস্ক

যখন বোমা শুরু হয়, তখন আমরা এখানে এসে আশ্রয় নিই, জায়গাটি ছোটো একটি গুহার মতো, বলেছেন বাঙ্কার এবং বেজমেন্টে আশ্রয় নেওয়া আফ্রিকান শিক্ষার্থীরা। তারা হাসায্যের জন্য আকুতি করছেন বলে জানিয়েছে বিবিসি।

ডোমবুয়া শহরের অন্য প্রান্তে একইরকম একটি শেল্টারে গ্যাবন, সেনেগাল এবং ক্যামেরুন থেকে আসা বেশ কজন শিক্ষার্থীর সাথে আটকে রয়েছেন গিনি থেকে পড়তে আসা মামাদি। তিনি বলেন, আমাদের পানি নেই, আলো নেই।

তিনি বলেন, আমরা সরকারের সাহায্য চাইছি। আমরা খেরসনে আটকা পড়েছি। বেরুনোর কোনো উপায় নেই।

ক্যামেরুন থেকে আসা ২২ বছরের ক্রিস্টোফার তার অ্যাপার্টমেন্ট ভবনের বেজমেন্ট থেকে টেলিফোনে বিবিসিকে বলেন, যখন বোমা শুরু হয়, আমরা এখানে এসে আশ্রয় নিই, জায়গাটি ছোটো একটি গুহার মতো।

গত এক সপ্তাহে ইউক্রেন থেকে পোল্যান্ডে যে লাখ লাখ মানুষ পালিয়ে গেছে তাদের মধ্যে প্রায় ৭০০০ আফ্রিকান রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত