ফেব্রুয়ারি ৫: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১১:২৫

সাহস ডেস্ক

ফেব্রুয়ারি ৫ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৬ তম (অধিবর্ষে ৩৬ তম) দিন।

ঘটনাবলি

১৮৩১ - প্রসন্নকুমার ঠাকুরের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা দ্য রিফর্মার প্রথম প্রকাশিত হয়।

১৮৮৯ - গৌরহরি সেনের উদ্যোগে কলকাতার বিডন স্ট্রিটে ঐতিহাসিক চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়।

১৯০০ - মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে পানামা খাল নিয়ে চুক্তি হয়।

১৯২৩ - অস্ট্রেলীয় ক্রিকেটার বিল পন্সফোর্ড প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৪২৯ রান করে বিশ্বরেকর্ড গড়েন।

২০১৩ - যুদ্ধাপরাধীর ফাঁসির দাবীতে গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়।

জন্ম

১৯৭৬ - অভিষেক বচ্চন, ভারতীয় চলচ্চিত্র তারকা।

১৯৪৬ - শার্নত রামপলইনং

১৯৮৪ - কার্লোস তেবেস, আর্জেন্টিনার ফুটবলার।

১৯৮৫ - ক্রিশ্চিয়ানো রোনালদো, পর্তুগীজ ফুটবলার।

মৃত্যু

১৮৫৯ - তর্কবাগীশ গৌরীশঙ্কর ভট্টাচার্য, বাঙালি কবি, লেখক, সাংবাদিক, সমাজ সংস্কারক এবং ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’র অন্যতম  প্রতিষ্ঠাতা ও সভাপতি।

১৯২১ - সতীশচন্দ্র মুখোপাধ্যায় (স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী), ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী, বরিশাল যুগান্তর দলের প্রতিষ্ঠাতা।

১৯৫৫ - করুণানিধান বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি কবি।

১৯৭৯ - এডি পেন্টার, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।

১৯৮৮ - সন্তোষ দত্ত, ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা।

১৯৯৮ - অর্ধেন্দু সেন, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত