লক্ষ্মীপুরে দশমীর মধ্য দিয়ে শেষ হলো বাসন্তী পূজা

প্রকাশ : ১২ এপ্রিল ২০২২, ২০:৫৮

লক্ষ্মীপুরে এই প্রথম সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বাসন্তী পূজার আয়োজন করেছে সমসেরাবাদ দুর্গাপূজা কমিটি। অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে আদ্যাশক্তির আরাধনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিল্ব ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে বাসন্তী পূজা। ঢাকের তাল আর আলোকসজ্জায় উৎসবে রঙ্গিন ছিলো লক্ষ্মীপুর শহরের সমসেরাবাদ পূজামন্ডপ। একটিমাত্র মন্ডপ থাকায় ছিলো ভক্তদের উপচে পড়া ভিড়। প্রশাসনিকভাবেও ছিলো বিশেষ নিরাপত্তা।

সোমবার (১১ এপ্রিল) মহাদশমী পূজার মধ্য দিয়ে বিসর্জন দেয়া হয়েছে দেবী দূর্গাকে। আগামী বছর বাসন্তী পূজাকে আরো সুন্দর করতে সবার সহযোগিতা কামনা করেন সমসেরাবাদ পূজা উদযাপন কমিটি । পুজা উদযাপন কমিটির নেতা ঝন্টু দেবনাথ জানান, লক্ষ্মীপুরে এই প্রথম বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত