প্রযুক্তিপণ্য নির্মাতাদের মধ্যে দাম কমানোর লড়াই

আইফ্লাইটেকের এআই মডেল ব্যাবহার করা যাবে বিনামূল্যে

প্রকাশ : ২৩ মে ২০২৪, ১৮:৪৩

Desk Report

চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন তথ্যপ্রযুক্তি কোম্পানি আইফ্লাইটেক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর প্রযুক্তিপণ্য তৈরিতে নাম লিখিয়েছে। ইতিমধ্যে কোম্পানিটি কয়েকটি এআই মডেল বাজারে এনেছে। 

আইফ্লাইটেক তার ‘স্পার্ক’ লার্জ-ল্যাঙ্গুয়েজ মডেলের (এলএলএম) কিছু সংস্করণ বিনামূল্যে ও কিছু সংস্করণ প্রতিযোগীদের তুলনায় পাঁচ গুণ কম দামে বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে।

আলিবাবা ও বাইদুর মতো চীনা টেক জায়ান্টদের এআই মডেল ব্যবহারের দাম কমানোর একদিন পরই এমন পদক্ষেপ নিল কোম্পানিটি। এর আগে গত সপ্তাহে বাইটডান্সও একই ধরনের পদক্ষেপ নিয়েছে।

গতকাল বুধবার কোম্পানিটি তাদের এআই মডেলগুলোর ব্যবহারে মূল্য ছাড়ের এ ঘোষণা দেয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি চীনের বড় বড় এআই প্রযুক্তিপণ্য নির্মাতাদের মধ্যে চলমান দাম কমানোর লড়াইয়ে যোগ দিয়েছে।

২০২৩ সালের সেপ্টেম্বরে আইফ্লাইটেক ওপেনএআইয়ের চ্যাটজিপিটির মতো ‘স্পার্ক’ নামে একটি চ্যাটবট চালু করে। পরের মাসে কোম্পানিটি দাবি করে, চীনা ভাষায় এই চ্যাটবট চ্যাটজিপিটি ৩.৫ কে ছাড়িয়ে গেছে। পাশাপাশি ইংরেজি ভাষায়ও সমান দক্ষতা দেখিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত