দুর্গন্ধ দূর করবে লবণ

প্রকাশ : ২৫ জুলাই ২০১৭, ১৭:২৬

সাহস ডেস্ক

রান্নায় লবণের বিকল্প নেই। খাবারের স্বাদপূর্ণ করতে লবণের জুড়ি নেই। রান্না ছাড়াও লবণকে আরও নানা কাজে ব্যবহার করা যায়। চলুন জেনে নিই বিভিন্ন কাজে লবণ ব্যবহারের কিছু কথা।

দুর্গন্ধ দূর করে

লেবুর রসের সঙ্গে পরিমাণ মতো লবণ মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। দুর্গন্ধযুক্ত কাপড়ে মিশ্রণটি লাগিয়ে কিছুক্ষণ রোদে রাখুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে নিন।

বাসনের তেল তেলে ভাব দূর করে

তেলের আস্তরণ পড়ে গেছে অথবা চর্বিযুক্ত পাত্রের তেলতেলে ভাব কাটাতে লবণ ছিটিয়ে রাখুন। এরপরে কয়েক মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন তেল চিটচিটে ভাব অনেকটাই কমে যাবে।

জুতার দুর্গন্ধ দূর করে

বর্ষার সময় ক্যানভাস বা কাপড়ের জুতো পরলে অনেক সময় জুতোর ভেতর দুর্গন্ধ তৈরি হয়। এ অবস্থা থেকে রেহাই পেতে জুতোর ভেতর লবণ ছিটিয়ে রাখুন। এতে বাজে গন্ধ দূর হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত