দারচিনিতে লুকিয়ে আছে চুল ঘন করার উপায়

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১১:২০

সাহস ডেস্ক
ছবি: সংগৃহীত

আমরা কমবেশি অনেকেই চুল পড়ার সমস্যায় ভুঘছি। আবার ঘন কালো একঢাল চুলের স্বপ্ন দেখি। কিন্তু স্বপ্ন দেখলেই তো আর হল না। মনের মতো চুল পেতেও চাই সঠিক যত্ন। আবার দেখাগেছে অনেক সময় নামীদামি প্রসাধনীর ব্যবহার করেও সুফল মেলে না। চুল পড়া মাথায় অনেক খুশকি— আর এই ধরনের সমস্যার সমাধান হতে পারে দারচিনি।

চুল ঘন করতে কী ভাবে ব্যবহার করবেন দারচিনি:

দারচিনি, মধু, নারকেল তেল— এই তিনটি উপকরণ একসঙ্গ মিক্সিতে ঘুরিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। মিশ্রণটি যেন ঘন হয়। এই মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে ২০ মিনিট মতো রেখে দিন। সপ্তাহে দু’বার এটি ব্যবহার করলে উপকার পাবেন।

এটি ছাড়াও দারচিনি ব্যবহার করার আরো একটি উপায় রয়েছে। ডিম, নারকেল তেল এবং কয়েক টুকরো দারচিনি একসঙ্গে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। শ্যাম্পু করার আগে এই মিশ্রণটি মাথার ত্বকে ভাল করে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। কয়েক দিনের ব্যবহারে চুল হবে ঘন।

দারচিনি উপকারিতা-

  • অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর হেঁশেলের এই উপাদানটি চুলের গোড়া মজবুত করে। দারচিনিতে উচ্চ মাত্রায় ভিটামিন কে থাকে। 
  • দারচিনি চুলের যত্নে ব্যবহার করলে রক্ত সঞ্চালন ভাল হয়, ফলে নতুন চুল গজায়। 
  • কম বয়সে অনেকেরই চুল পেকে যায়। এই সমস্যা দূর করতে দারচিনি দারুণ উপকারী। শরীরের যত্ন নিতেও এর উপকারিতা কম নয়। 
  • টাইপ টু ডায়াবেটিস যাদের রয়েছে, প্রত্যেক দিন আধ চা চামচ করে দারচিনি খাওয়ায় উপকৃত হয়েছে বলে দেখা গিয়েছে সমীক্ষায়।
  • ট্রাইগ্লিসারাইড বা ব্যাড কোলেস্টেরলের পরিমাণ কমে দারচিনিতে। টাইপ টু ডায়াবেটিসের মতো কোনো রোগ থাকলে শরীর ইনসুলিম হরমোনের সঙ্গে ঠিক মতো মানিয়ে নিতে পারে না। সেই কাজে সাহায্য করে দারচিনি। 

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত