ঈদে সুস্বাদু শাহি ফিরনি

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২১

সাহস ডেস্ক

কোরবানি ঈদে গোস্ত সমারহের মাঝে একটু মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবারের আলাদা একটা চাহিদা থাকে। আর তাই আমাদের পাঠকদের জন্য সুস্বাদু শাহি ফিরনির রেসিপিটি দেওয়া হলো।

শাহি ফিরনি তৈরি করতে যা যা লাগবে:

পোলাওয়ের চাল ১ কাপ, কিশমিশ ২ টেবিল-চামচ, দুধ ২ লিটার,  পেস্তা বাদামের কুচি ২ টেবিল-চামচ, কনডেন্সড মিল্ক ১টি, মাওয়া গুঁড়া ৪ টেবিল-চামচ, দারচিনি ৪ টুকরা, চিনি আধা কাপ এলাচ ২টি, জাফরান আধা চা-চামচ, কেওড়া ১ টেবিল-চামচ।

এবার জেনে নিন তৈরি প্রণালি:

পোলাওয়ের চাল ১ ঘণ্টা ভিজিয়ে রেখে আধা বাটা করে দুধ দিয়ে জ্বাল দিতে হবে। চাল সেদ্ধ হলে চিনি, কনডেন্সড মিল্ক, দারচিনি, এলাচ দিতে হবে। কিছুক্ষণ পর কিছুটা কিশমিশ, পেস্তা বাদামের কুচি দিতে হবে। ঘন হয়ে গেলে কেওড়া জাফরানের সঙ্গে মিলিয়ে ফিরনিতে দিয়ে নামাতে হবে। পরিবেশন পাত্রে ঢেলে মাওয়া, কিশমিশ, পেস্তা বাদামের কুচি দিয়ে সাজিয়ে ঠান্ডা করে শাহি ফিরনি পরিবেশন করতে হবে।

 

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত