গত এক সপ্তাহে শনাক্ত ও মৃত্যু দু-ই কমছে, আজ মৃত্যু ৪: স্বাস্থ্য অধিদপ্তর

প্রকাশ : ০৭ মার্চ ২০২২, ১৭:৩৭

সাহস ডেস্ক

দেশে গত এক সপ্তাহে করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু দু-ই কমছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত এই এক সপ্তাহে সংক্রমণ কমেছে ৫১ দশমিক ২ শতাংশ এবং মৃত্যু কমেছে ২৩ দশমিক ৫ শতাংশ।

সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে প্রকাশিত এক প্রতিবেদন এ তথ্য জানো হয়েছে।

প্রতিবেদন বলা হয়, গত এক সপ্তাহে দেশে এক লাখ ৫০ হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৫৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে (২১ ফেব্রুয়ারি-২৭ ফেব্রুয়ারি) এক লাখ ৬৭ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত ছিলেন ৯ হাজার ৩৮৯ জন। এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণ কমেছে ৫১ দশমিক ২ শতাংশ। এছাড়া গত এক সপ্তাহে ৫২ জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহে ৬৮ জনের মৃত্যু খবর জানিয়েছিল অধিদপ্তর। সপ্তাহের ব্যবধানে দেশে মৃত্যু কমেছে ২৩ দশমিক ৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৯ জনে।

একই সময়ে নতুন করে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৪৩৬ জন। পরীক্ষার বিপরিতে শনাক্তের হার ২ দশমিক ১৮ শতাংশ। এ নিয়ে আজ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জনে।

গত ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২০ হাজার ৭৬টি নমুনা পরীক্ষায় ৪৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত ৪ জনের মধ্যে ৩ জন পুরুষ এবং ১ জন নারী। তাদের মধ্যে ৩ জন ঢাকা বিভাগের এবং ১ জন সিলেট বিভাগের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত