ইন্টারনেট ছাড়াই লাইভ টিভি দেখা যাবে মোবাইলে!

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ১৩:৫৫

সাহস ডেস্ক
ছবি : ইন্টারনেট

এবার 'ডিরেক্ট টু হোম' (ডিটিএইচ) লাইনের মতো 'ডিরেক্ট টু মোবাইল' প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট ছাড়াই মোবাইলে লাইভ টিভি দেখা যাবে। এমন প্রযুক্তি আসতে চলেছে ভারতে, যার ফলে কোনোরকম ইন্টারনেট ছাড়াই মোবাইলে দেখা যাবে টেলিভশনের বহু চ্যানেল।

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, ইন্টারনেট ডাটা ছাড়াই মোবাইলে লাইভ টিভি দেখা যাওয়ার বিষয়টি নিয়ে কাজ করছে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টেলিকমিউনিকেশন দপ্তর এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) কানপুর। 

তবে টেলিকম সংস্থাগুলো এ বিষয়টির বিরোধিতা করতে পারে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, যদি ইন্টারনেট ছাড়াই মোবাইলে লাইভ টিভি দেখা যায়, তা হলে টেলিকম সংস্থাগুলোর ইন্টারনেট বিক্রি কমে যাবে।

বিশেষত টেলিকম সংস্থাগুলো যখন ৫জি ব্যবসা বাড়ানোর জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করছে, তখন ডাটা ছাড়াই লাইভ টিভি দেখার বিষয়ে সংস্থাগুলো কতটা সহমত পোষণ করবে, তা নিয়ে সংশয় রয়েছে। খবর ইকোনমিক টাইমস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত