চিটচিটে চুল থেকে রক্ষার ৫ উপায়

প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৬, ১২:০৩

সাহস ডেস্ক

শ্যাম্পু করার দু’এক দিন পরে চুল ঠিক থাকলেও গোড়ার অংশ তেল চিটচিটে হয়ে যায়, যা সৌন্দর্য নষ্ট করতে পারে।

রূপচর্চা বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, চুলের গোঁড়ার তেল চিটচিটে ভাব তাৎক্ষণিকভাবে কমানোর উপায় সম্পর্কে

শুকনো শ্যাম্পু ব্যবহার করা: তাৎক্ষণিকভাবে তৈলাক্ত চুলের সমস্যা সমাধানের জন্য খানিকটা বেবি পাউডার হাতে নিয়ে তা সম্পূর্ণ চুলে মিশিয়ে নিন। 

বেণি করা: তৈলাক্ত চুলের ঝামেলা এড়াতে ও চেহারায় ঝকমকে ভাব আনতে ঝটপট বেণি করে ফেলা সবচেয়ে ভালো উপায়। ফিশটেইল বেনি করে চেহারায় ভিন্ন লুক আনা যায়।  

চুলসজ্জার সামগ্রী ব্যবহার করা: সুন্দর চুলের ব্যান্ড ব্যবহার করে চুলের চিটচিটে ভাব লুকিয়ে রাখা যায়। তাছাড়া এই ধরনের সামগ্রী ব্যবহারে সবাইকেই বেশ প্রাণবন্ত লাগে।

টুপি ব্যবহার: চিটচিটে চুল নিয়ে যদি বাইরে যেতে হয় তবে টুপি ব্যবহার করা যেতে পারে।

চুলের আগা ধোয়া: তাৎক্ষণিকভাবে চুলের চিটচিটে ভাব কমাতে চুলের আগা শ্যাম্পু করে শুকাতে পারেন এতে ভালো ফলাফল পাওয়া যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত