ডেটা শেষ হয়ে গেলেও পাঠানো যাবে তথ্য

ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ

প্রকাশ : ১২ মে ২০২৪, ১৪:০৬

Desk Report

ইন্টারনেট ডেটা শেষ হয়ে গেলেও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী প্রয়োজনীয় তথ্য পাঠাতে পারবেন। ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপহোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ আ বেটা ইনফো এ তথ্য জানিয়েছে। অফলাইন ফাইল শেয়ারিং ট্রান্সফার ফিচারে প্রয়োজন হবে না ইন্টারনেট। স্ক্যান করে ব্লুটুথ সংযোগে ফাইল বিনিময় করা যাবে ফোন থেকে ফোনে। অন/অফ পদ্ধতিতে ফিচারটি কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপে সিস্টেমটি কাজ করবে। শর্ত থাকবে, হোয়াটসঅ্যাপকে নিজের ফোনের ফাইল, গ্যালারি ও ডকুমেন্ট অ্যাকসেস করার পূর্ণ অনুমতি দিতে হবে। তা না হলে ফিচারটি কাজ করবে না।

অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনে কবে থেকে সুবিধাটি চালু হবে, তা এখনও নিশ্চিত নয়। খবরে প্রকাশ, দ্রুত ও ক্রমান্বয়ে সারাবিশ্বের সব ডিভাইসে ফিচারটি রোল আউট করবে। ফিচারটি অ্যাকটিভ হলে উল্লিখিত সুবিধা পেতে অবশ্যই অ্যাপটির সবশেষ সংস্করণ আপডেট করে নিতে হবে।

নতুন এ সুবিধার কার্যকারিতা এরই মধ্যে বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর পরখ করছে হোয়াটসঅ্যাপ। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হতে পারে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত